ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

নোটিশ ছাড়াই ভর্তি কার্যক্রম স্থগিতে বিপাকে শিক্ষার্থীরা 

মো. জয়নাল আবেদিন

প্রকাশিত : ১৯:১৬, ১ ডিসেম্বর ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই মেধাতালিকায় স্থান পাওয়ার ঘটনায় 'বি' ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয় এবং তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন হয়। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি কার্যক্রম স্থগিতের এ সংক্রান্ত কোন নোটিশ দেওয়া হয়নি। 'বি' ইউনিটের সংশিষ্ট বিভাগগুলো চিঠি ও বিশ্ববিদ্যালয়ের শাখা ব্যাংকে কোন নির্দেশনাও দেওয়া হয়নি। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি না হয়ে বাড়িতে ফেরত যেতে হয়েছে।

বিশ্ববিদ্যারয়ে ঘুরে দেখা যায়, আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থী বাংলা বিভাগে ভর্তির জন্য বৃহস্পতিবারে ব্যাংকে টাকা জমা দেওয়াসহ আনুষঙ্গিক কাজগুলো করলেও রোববারে বিভাগে ভর্তি ফর্ম জমা নিবে কিনা অনিশ্চয়তায় রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগে দুই শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য আসলেও বিভাগে ভর্তি ফর্ম জমা দিতে পারেনি। 'বি' ইউনিটের এক বিভাগের অফিস সহকারীকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কল দিলেও ভর্তি হতে পারবে কিনা জানাতে পারেননি তিনি।

এদিকে 'বি' ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করা হলেও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত কোন নোটিশ দেওয়া হয়নি। ফলে ভর্তিচ্ছুরা কোন তথ্য না পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এসেছে অনেকে। 'বি' ইউনিটের সংশ্লিষ্ট অনেক বিভাগগুলোতে চিঠি পাঠায়নি প্রশাসন এমনকি বিশ্ববিদ্যালয়ের শাখা জনতা ব্যাংকে 'বি' ইউনিটের টাকা জমা নেওয়ার বিষয়ে কোন ধরনের নির্দেশনা দেয়া হয়নি। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই বিষয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের  ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়নি এই বিষয়ে আমি শুনেছি। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছে তাদের বলা দেওয়া হয়েছে’।    

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি